কালের স্বাক্ষী বহন কারী দক্ষিন বাংলার মধুমতি নদীর তীরে গড়ে উঠা চিতলমারী উপজেলার একটি ঐতিহ্যবাহী অঞ্চল হলো চরবানিয়ারী ইউনিয়ন। কালপরিক্রমায় আজ চরবানিয়ারী ইউনিয়নে শিক্ষা, সংস্কৃতি, ধর্মীয় অনুষ্ঠান, খেলাধুলাসহ বিভিন্নক্ষেত্রে তার নিজস্ব স্বকীয়তা আজও সমুজ্জ্বল।
ক) নাম– ৬নং চরবানিয়ারী ইউনিয়ন পরিষদ।
খ) আয়তন– ২০.৭২ বর্গ মিটার
গ) লোক সংখ্যা–১৪১৬৭ জন(প্রায়) (২০১১সালের আদমশুমারি অনুযায়ী)
ঘ) গ্রামের সংখ্যা– ১৯ টি।
ঙ) মৌজার সংখ্যা– ১১ টি।
চ) হাট/বাজার সংখ্যা-৪ টি।
ছ) উপজেলাসদরথেকেযোগাযোগমাধ্যম– সিএনজি/রিক্সা।
জ) শিক্ষারহার– ৫৫%।(২০০১এরশিক্ষাজরীপঅনুযায়ী)
সরকারী প্রাথমিক বিদ্যালয়- ৬টি,
বে-সরকারী রেজিঃপ্রাঃবিদ্যালয়- ১০টি,
উচ্চবিদ্যালয়ঃ১টি,
মাদ্রাসা- ৩টি।
ঝ) দায়িত্বরত চেয়ারম্যান–বাবু মুকুল কৃষ্ণ মন্ডল।
ঞ) গুরুত্বর্পূণ ধর্মীয়স্থান- ১টি।
ট) ঐতিহাসিক/পর্যটনস্থান– নাই।
ঠ) ইউপি ভবন স্থাপন কাল– ইং।
ড) নবগঠিত পরিষদের বিবরণ–
১) শপথ গ্রহণের তারিখ– ০১/০৬/২০১১ইং
২) প্রথম সভার তারিখ– ১৫/৫/২০১১ইং
৩) মেয়াদউর্ত্তীনেরতারিথ– ২৭/০৭/২০১৬ইং
ঢ) গ্রামসমূহেরনাম– ঠেটারচর,চরবানিয়ারী দক্ষিন পাড়া,চরবানিয়ারী নিকারী পাড়া,অশোক নগর,খাসেরহাট বাজার,চরবানিয়ারী পশ্চিম পাড়া,চরবানিয়ারী উত্তর পাড়া, ডাকাতিয়া,চরডাকাতিয়া,গরীবপুর,খলিশাখালী,বাবুগঞ্জবাজার,চরখলিশাখালী,খড়মখালী,ব্রহ্মগাতী,দূর্গাপুর,শ্যামপাড়া,খুদাড়ী,পাঁচপাড়া।
ণ) ইউনিয়ন পরিষদ জনবল–
১) নির্বাচিত পরিষদ সদস্য– ১৩জন।
২) ইউনিয়ন পরিষদ সচিব– ১জন।
৩) ইউনিয়ন গ্রাম পুলিশ– ৭জন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস